Pre-medical Preparation HSC-24

প্রিয় শিক্ষার্থী .
সময় যত অতিক্রম করছে, প্রতিযোগিতা জ্যামিতিক হারে বাড়ছে! সবকিছুই কেমন যেনো কঠিন হয়ে যাচ্ছে। স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাচ্ছে। কিন্তু এর মধ্যেই আমরা আত্মবিশ্বাসী ও সফলদের দেখতে পাই! তুমি যদি ওদের জীবন নিয়ে পর্যালোচনা করো, দেখতে পাবে ওরা সময়ের সবথেকে সঠিক ব্যবহার করে থাকে।
এইচএসসিতে থাকা কালীন সময়েই বেসিক কনসেপ্ট গুলো ভালোভাবে বুঝে নেয়। কঠিন বিষয়গুলো আয়ত্ত করে নেয়।
তোমাকেও এভাবে এগিয়ে থাকতে হবে। স্বপ্নের সিঁড়িতে পা রেখে অগ্রসর হতে হবে। তোমাকে এগিয়ে রাখতেই আমাদের প্রি-মেডিকেল প্রিপারেশন প্রোগ্রাম।

✅ ৪৫ টি ক্লাস, ৮ টি টেস্টপেপার সলভ ক্লাস এবং মডেল টেস্ট প্রোগ্রাম নিয়ে সাজানো হয়েছে এই প্রি মেডিকেল কোর্সটি।

✅ ওরিয়েন্টেশনঃ ৮ ডিসেম্বর’২৩
✅ ক্লাস শুরুঃ ১০ ডিসেম্বর’২৩

✅ যা থাকছে:
🎯 মোট ক্লাসঃ ৪৫ টি
• সাপ্তাহিক ক্লাসঃ ৩ টি (রবি, মঙ্গল, বৃহস্পতিবার)
• কোর্সে জীববিজ্ঞান ও রসায়ন এর শর্ট সিলেবাস শেষ করা হবে।


🎯 টেস্টপেপার সলভ ক্লাসঃ ৮ টি
• পদার্থঃ ৪ টি
• উচ্চতর গণিতঃ ৪ টি
🎯 মডেল টেস্ট প্রোগ্রাম

✅ গিফট পাবে:
• মেডিকেল প্রশ্নব্যাংক
• অনুশীলনীর MCQ প্রশ্ন ও সমাধান

Scroll to Top