বাংলাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা

বাংলাদেশে মেডিকেল শিক্ষাব্যবস্থা দুই পর্যায়ে বিভক্ত- (১) গ্রাজুয়েশন লেভেল (২) পোস্ট গ্রাজুয়েশন লেভেল। গ্রাজুয়েশন লেভেলে রয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজসমূহ। মেডিকেল কলেজসমূহ হতে ৫ বছর মেয়াদী গইইঝ ডিগ্রি প্রদান করা হয়। ডেন্টাল কলেজসমূহ হতে ৫ বছর মেয়াদী ইউঝ ডিগ্রি প্রদান করা হয়।

বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার প্রধান অবলম্বন হলো-৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU), চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়), ৩৬টি মেডিকেল কলেজ (সরকারি), ১টি ডেন্টাল কলেজ (সরকারি) ও ৮টি ডেন্টাল ইউনিট (সরকারি) এবং ৩০টির অধিক বেসরকারি মেডিকেল কলেজ। তাছাড়া প্রায় ৩০টি হোমিওপ্যাথিক মহাবিদ্যালয়, ৩টি সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রি কলেজ আছে।

এছাড়া স্বাস্থ্য বিষয়ে শিক্ষা ও গবেষণার জন্য বহু প্রতিষ্ঠান রয়েছে। যেমন-বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ-বাংলাদেশ (ICDDR,B), জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাস্কুলার ডিজিজ (NICVD), ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ, ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ প্রভৃতি।

পোস্ট গ্রাজুয়েশন লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হল-BSMMU (IPGMR), BIRDEM, NIPSOM, NICVD, NIO, RIHD, USTC সহ শীর্ষস্থানীয় ৮টি সরকারি মেডিকেল কলেজ। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ের উপর ডিপ্লোমা, MD, MS, M.Phil ইত্যাদি ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও BCPS-এর অধীনে F.C.P.S ডিগ্রি প্রদান করা হয়।

এম বি বি এস ভর্তির বিস্তারিত

  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান মিলে ন্যূনতম জিপিএ ৯.০০ (৪র্থ বিষয় সহ)
  • উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে জিপিএ ৮.০০ (৪র্থ বিষয় সহ)
  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যা থাকতে হবে
  • জীববিজ্ঞানে  জিপিএ ৪ (কমপক্ষে)
  • মোট নম্বর=৩০০
  • পরীক্ষার ফলাফল থেকে যোগ হবে ২০০ নম্বর

              এসএসসি তে প্রাপ্ত জিপিএ × ১৫=৭৫

             এইচএসসি তে প্রাপ্ত জিপিএ ×২৫=১২৫

  • এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বর

             জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ-২০, ইংরেজি-১৫

             সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ-১০

  • MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষার সময় ১ ঘণ্টা
  • প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে
  • পাস নম্বরt ৪০
  • লিখিত পরীক্ষায় পাস না করলে বেসরকারি মেডিকেলেও ভর্তি হওয়া যাবে না।
  • এভাবে হিসাব করে মোট ৪৬০০ জনের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।
  • একই সাথে ৬০০ জনের অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়।
  • মুক্তিযোদ্ধার সন্তানদের ৮২টি আসন বরাদ্দ থাকে। এ ক্ষেত্রে পিতা বা মাতা মুক্তিযোদ্ধা হওয়ার প্রমাণপত্র দরখাস্তের সাথে জমা দিতে হয়।
  • যারা কোন সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থেকে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবে তাদের ৫ মার্ক কাটা যাবে।
  • মেডিকেলে বা ডেন্টালে ২য় বার ভর্তি পরীক্ষা দেয়া যায়।
সাধারণ আসন৪২৩০
মুক্তিযোদ্ধা কোটা (২%)৮৭
উপজাতি (৩ পার্বত্য জেলায় ৩ জন করে)
অ-উপজাতি ((৩ পার্বত্য জেলায়)
উপজাতি (অন্যান্য জেলা)
রাঙ্গামাটি মেডিকেল কলেজের জন্য উপজাতি কোটা১৩
মোট MBBS আসন৪৩৫০
ক্র: নংকলেজপ্রতিষ্ঠাআসন
০১ঢাকা মেডিকেল কলেজ১৯৪৬২৩০
০২স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ১৯৭২২৩০
০৩শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ২০০৬২০০
০৪ময়মনসিংহ মেডিকেল কলেজ১৯৬২২৩০
০৫চট্টগ্রাম মেডিকেল কলেজ১৯৫৭২৩০
০৬রাজশাহী মেডিকেল কলেজ১৯৫৮২৩০
০৭সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ১৯৬২২৩০
০৮শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল১৯৬৮২৩০
০৯রংপুর মেডিকেল কলেজ১৯৭০২৩০
১০কুমিল্লা মেডিকেল কলেজ১৯৭৯১৮০
১১খুলনা মেডিকেল কলেজ১৯৯২১৮০
১২শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া১৯৯২১৮০
১৩ফরিদপুর মেডিকেল কলেজ১৯৯২১৮০
১৪এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর১৯৯২১৮০
১৫পাবনা মেডিকেল কলেজ২০০৮৭০
১৬আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালি২০০৮৭০
১৭কক্সবাজার মেডিকেল কলেজ২০০৮৭০
১৮যশোর মেডিকেল কলেজ২০১০৭০
১৯সাতক্ষীরা মেডিকেল কলেজ২০১১৬৫
২০শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ২০১১৬৫
২১কুষ্টিয়া মেডিকেল কলেজ২০১১৬৫
২২শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ২০১১৬৫
২৩শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুর২০১৩৭২
২৪শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল২০১৪৬৫
২৫শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর২০১৪৬৫
২৬কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ২০১৪৭৫
২৭শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ২০১৪৬৫
২৮পটুয়াখালী মেডিকেল কলেজ২০১৪৫১
২৯রাঙ্গামাটি মেডিকেল কলেজ২০১৪৫১
৩০মুগদা মেডিকেল কলেজ, ঢাকা২০১৫৭৫
৩১শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ২০১৮৫১
৩২নেত্রকোনা মেডিকেল কলেজ২০১৮৫০
৩৩নীলফামারী মেডিকেল কলেজ২০১৮৫০
৩৪নওগাঁ মেডিকেল কলেজ২০১৮৫০
৩৫মাগুরা মেডিকেল কলেজ২০১৮৫০
৩৬চাঁদপুর মেডিকেল কলেজ২০১৮৫০
৩৭বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ২০২১৫০
ক্র: নংকলেজপ্রতিষ্ঠাআসন
০১আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ19995
০২আর্মি মেডিকেল কলেজ, বগুড়া201450
০৩আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম201450
০৪আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লাহ201450
০৫আর্মি মেডিকেল কলেজ, যশোর201450
০৬আর্মি মেডিকেল কলেজ, রংপুর201450
সেশনভর্তি পরীক্ষার তারিখ ও বারজাতীয় মেধায় ১ম স্থান অধিকারীর স্কোরDMC’র সর্বনিম্ন স্কোরসরকারি মেডিকেলে সর্বনিম্ন স্কোর
২০২২-২৩১০ মার্চ, ২০২৩ , শুক্রবার২৯৪.২৫২৬৬.৫
২০২১-২২১ এপ্রিল ২০২২ , শুক্রবার২৯২.৫০২৮৪.০০২৭২.৭৫
২০২০-২১২ এপ্রিল ২০২১, শুক্রবার২৮৭.২৫২৮০.০০২৬৮.০০
২০১৯-২০১১ অক্টোবর ২০১৯, শুক্রবার২৯০.৫০২৭৮.২৫২৬৭.৭৫
২০১৮-১৯০৫ অক্টোবর, ২০১৮, শুক্রবার২৮৭২৭৫২৫৭
২০১৭-১৮০৬ অক্টোবর, ২০১৭, শুক্রবার২৯০.৫২৮২২৭০.৭৫
২০১৬-১৭০৭ অক্টোবর, ২০১৬, শুক্রবার২৮৫.৫২৭৫.৭৫২৬৪.২৫
২০১৫-১৬১৮ সেপ্টেম্বর, ২০১৫, শুক্রবার১৯৪.৭৫১৮৫.৫১৭৫.২৫
২০১৪-১৫২৪ অক্টোবর, ২০১৪, শুক্রবার১৮১.৫১৬৯.৭৫১৫৬.৫
২০১৩-১৪০৪ অক্টোবর, ২০১৩, শুক্রবার১৯৬.৫১৭৭১৬৫
২০১২-১৩২৩ নভেম্বর, ২০১২, শুক্রবার১৮৫.৫১৭৪.৫১৬১
Scroll to Top