বাংলাদেশের ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা

২০১০-১১ সেশনের পূর্ব পর্যন্ত মেডিকেল ও ডেন্টাল আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হত। ২০১০-১১ সেশন থেকে মেডিকেল ও ডেন্টাল একসাথে ভর্তি পরীক্ষা নেয়া শুরু করে। ২০১৬-১৭ সেশন থেকে আবার আলাদা ভাবে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিডিএস ভর্তির বিস্তারিত

  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান মিলে ন্যূনতম জিপিএ ৯.০০ (৪র্থ বিষয় সহ)
  • উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে জিপিএ ৮.০০ (৪র্থ বিষয় সহ)
  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যা থাকতে হবে
  • জীববিজ্ঞানে  জিপিএ ৩.৫০ (কমপক্ষে)
  • মোট নম্বর=৩০০
  • পরীক্ষার ফলাফল থেকে যোগ হবে ২০০ নম্বর

              এসএসসি তে প্রাপ্ত জিপিএ × ১৫=৭৫

             এইচএসসি তে প্রাপ্ত জিপিএ ×২৫=১২৫

  • এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বর

             জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ-২০, ইংরেজি-১৫

             সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি-৬, আন্তর্জাতিক-৪

  • MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষার সময় ১ ঘণ্টা
  • প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে
  • পাস নম্বরt ৪০
  • লিখিত পরীক্ষায় পাস না করলে বেসরকারি মেডিকেলেও ভর্তি হওয়া যাবে না।
  • এভাবে হিসাব করে মোট ৪৬০০ জনের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।
  • একই সাথে ৬০০ জনের অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়।
  • মুক্তিযোদ্ধার সন্তানদের ৮২টি আসন বরাদ্দ থাকে। এ ক্ষেত্রে পিতা বা মাতা মুক্তিযোদ্ধা হওয়ার প্রমাণপত্র দরখাস্তের সাথে জমা দিতে হয়।
  • যারা কোন সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থেকে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবে তাদের ৫ মার্ক কাটা যাবে।
  • মেডিকেলে বা ডেন্টালে ২য় বার ভর্তি পরীক্ষা দেয়া যায়।
সাধারণ আসন-৫১৭
মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র কন্যার জন্য-১০
পশ্চাৎপদ জনগোষ্ঠির জন্য-০৫
 মোট৫৩২টি
ক্রঃ নংকলেজপ্রতিষ্ঠাআসন সংখ্যা
ঢাকা ডেন্টাল কলেজ১৯৬১৯৭
চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট১৯৯০৬০
রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট১৯৯০৫৯
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট২০১২৫৬
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট২০১২৫২
ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট২০১২৫২
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, সিলেট২০১২৫২
শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, বরিশাল২০১২৫২
রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট,২০১২৫২
  সেশনভর্তি পরীক্ষার তারিখ জাতীয় মেধায় ১ম স্থান অধিকারীর স্কোরডিডিসি’র সর্বনিম্ন স্কোরসরকারী ডেন্টালে সর্বনিম্ন স্কোর
২০১৭-১৮১০ নভেম্বর ২০১৭২৮৮.২৫২৭৯.৫০২৭১.০০
২০১৬-১৭৪ নভেম্বর ২০১৬২৮৩.৭৫২৮৪.৫০২৭১.০০
Scroll to Top