রেটিনা প্রথম রেটিনা-ই সেরা!

“Great achievements do not amaze us,
Nor do we lose ourselves pursuing self-satisfaction.
Rather we weave new dreams.
And uncover the horizons of infinity.”

প্রথম পর্যায়ে প্রতি সপ্তাহে তিনদিন ক্লাস হবে; প্রতিটি ২ ঘন্টা ৩০ মিনিট করে। প্রথম ২৫ মিনিট পূর্ববর্তী লেকচারের উপর ৫০ নম্বরের MCQ পরীক্ষা হবে। তাই রেটিনাতে প্রতিদিনই ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হয়। পরবর্তী ১০ মিনিট সেই পরীক্ষার ফলাফল ঘোষণা ও প্রশ্নপত্র সলভ করা হবে। বাকী ১ ঘন্টা ৫৫ মিনিট ঐ দিনের নির্ধারিত লেকচার নেয়া হবে। লেকচারে নোট কেন্দ্রিক না পড়িয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার আলোকে পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো ভালভাবে বুঝিয়ে দেওয়া হয়।

কঠিন বিষয়গুলো সহজে মনে রাখা জন্য Tricks শেখানো হয়। একইসাথে অধিক গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করতে লাল সবুজ কালিতে বই দাগানো হয়ে থাকে। তারপরও আমরা বিশদ এবং তথ্যবহুল ‘রেটিনা ডাইজেস্ট’, রেটিনা গাইড এবং প্রশ্নব্যাংক ফ্রি দিয়ে থাকি। এর ফলে তোমাদের প্রস্তুতি হবে যথাযথ এবং সম্পূর্ণ।

বিষয়ক্লাসের সংখ্যাক্লাস টেস্টের সংখ্যা
জীববিজ্ঞান১৪১৪
রসায়ন
পদার্থ
ইংরেজি
সাধারণ জ্ঞান
 মোট

দ্বিতীয় পর্যায়ে নিজেদের প্রস্তুতিকে আরো ভালভাবে Integration ও Co-relate করার জন্য প্রতি সপ্তাহে আমরা টিউটোরিয়াল পরীক্ষা নিয়ে থাকি। এর মাধ্যমে লেকচার চলাকালীন সমস্যা সমাধানের পাশাপাশি ছাত্রছাত্রীরা পূর্ববর্তী পড়া গুছিয়ে নেয়ার ক্ষেত্রে সঠিক গাইড লাইন খুঁজে পায়। এখানে ১০০ নম্বরের মোট ১১ টি পরীক্ষা নেয়া হয়।

টিউটোরিয়াল সংখ্যাঃ

বিষয়পরীক্ষা সংখ্যা
জীববিজ্ঞান
রসায়ন
পদার্থ
সাধারণ জ্ঞান ও ইংরেজি
মোট পরীক্ষা১২

এ পর্যায়ে পদার্থ ১ম ও ২য় পত্র, রসায়ন ১ম ও ২য় পত্র, উদ্ভিদ বিদ্যা, প্রাণিবিদ্যা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান এর উপরে ১০০ নম্বরের মোট ৮টি পেপার ফাইনাল পরীক্ষা নেয়া হয়।

এ পর্যায়ে পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে ১টি করে ১০০ নম্বরের মোট ৪টি সাবজেক্ট ফাইনাল পরীক্ষা নেয়া হয়।

সবশেষে মেডিকেল ভর্তি পরীক্ষার ধাঁচে অভিজ্ঞতালব্ধ প্রশ্নপত্র দিয়ে ১৫টি চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা নেয়া হয়। এর বাহিরে কোচিং বন্ধ কালীন ১ মাস সময়ে অতিরিক্ত ১৫ টি মডেল টেস্ট এবং Online এ RETINA Smart App এর মাধ্যমে ১৭ টি পরীক্ষা নেয়া হয়ে থাকে।

Scroll to Top