
রাজশাহী রেটিনার ২৫-২৬ সেশনের মেডিকেল এন্ড ডেন্টাল ভর্তি প্রস্তুতির ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ৩ সেপ্টেম্বর, রোজ বুধবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একই সাথে সেদিন উদ্বোধনী মডেলটেস্ট অনুষ্ঠিত হবে।
দিন: ৩ সেপ্টেম্বর, রোজ বুধবার
স্থান: রাজশাহী রেটিনা ক্লাস ভবন
সময়: পরবর্তীতে ফোন ও মেসেজের মাধ্যমে জানানো হবে।
মডেল টেস্ট পরীক্ষার মেধা মূল্যায়নের ভিত্তিতে:
কোর্স ফি ফেরত দেয়া হবে‼️‼️
প্রশ্নের মানবন্টণ: ১০০ ( জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫,পদার্থ ২০, ইংরেজি ১৫, সাধারণজ্ঞান ১০)
সিলেবাস: মেডিকেল অনুরূপ প্রশ্ন, সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে।
প্রতিটি এমসিকিউ এর মান ১.০০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।
