বাংলাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা
বাংলাদেশে মেডিকেল শিক্ষাব্যবস্থা দুই পর্যায়ে বিভক্ত- (১) গ্রাজুয়েশন লেভেল (২) পোস্ট গ্রাজুয়েশন লেভেল। গ্রাজুয়েশন লেভেলে রয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজসমূহ। মেডিকেল কলেজসমূহ হতে ৫ বছর মেয়াদী গইইঝ ডিগ্রি প্রদান করা হয়। ডেন্টাল কলেজসমূহ হতে ৫ বছর মেয়াদী ইউঝ ডিগ্রি প্রদান করা হয়।
বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার প্রধান অবলম্বন হলো-৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU), চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়), ৩৬টি মেডিকেল কলেজ (সরকারি), ১টি ডেন্টাল কলেজ (সরকারি) ও ৮টি ডেন্টাল ইউনিট (সরকারি) এবং ৩০টির অধিক বেসরকারি মেডিকেল কলেজ। তাছাড়া প্রায় ৩০টি হোমিওপ্যাথিক মহাবিদ্যালয়, ৩টি সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রি কলেজ আছে।
এছাড়া স্বাস্থ্য বিষয়ে শিক্ষা ও গবেষণার জন্য বহু প্রতিষ্ঠান রয়েছে। যেমন-বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ-বাংলাদেশ (ICDDR,B), জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাস্কুলার ডিজিজ (NICVD), ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ, ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ প্রভৃতি।
পোস্ট গ্রাজুয়েশন লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হল-BSMMU (IPGMR), BIRDEM, NIPSOM, NICVD, NIO, RIHD, USTC সহ শীর্ষস্থানীয় ৮টি সরকারি মেডিকেল কলেজ। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ের উপর ডিপ্লোমা, MD, MS, M.Phil ইত্যাদি ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও BCPS-এর অধীনে F.C.P.S ডিগ্রি প্রদান করা হয়।
এম বি বি এস ভর্তির বিস্তারিত
- এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান মিলে ন্যূনতম জিপিএ ৯.০০ (৪র্থ বিষয় সহ)
- উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে জিপিএ ৮.০০ (৪র্থ বিষয় সহ)
- এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যা থাকতে হবে
- জীববিজ্ঞানে জিপিএ ৪ (কমপক্ষে)
- মোট নম্বর=৩০০
- পরীক্ষার ফলাফল থেকে যোগ হবে ২০০ নম্বর
এসএসসি তে প্রাপ্ত জিপিএ × ১৫=৭৫
এইচএসসি তে প্রাপ্ত জিপিএ ×২৫=১২৫
- এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বর
জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ-২০, ইংরেজি-১৫
সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ-১০
- MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষার সময় ১ ঘণ্টা
- প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে
- পাস নম্বরt ৪০
- লিখিত পরীক্ষায় পাস না করলে বেসরকারি মেডিকেলেও ভর্তি হওয়া যাবে না।
- এভাবে হিসাব করে মোট ৪৬০০ জনের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।
- একই সাথে ৬০০ জনের অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়।
- মুক্তিযোদ্ধার সন্তানদের ৮২টি আসন বরাদ্দ থাকে। এ ক্ষেত্রে পিতা বা মাতা মুক্তিযোদ্ধা হওয়ার প্রমাণপত্র দরখাস্তের সাথে জমা দিতে হয়।
- যারা কোন সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থেকে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবে তাদের ৫ মার্ক কাটা যাবে।
- মেডিকেলে বা ডেন্টালে ২য় বার ভর্তি পরীক্ষা দেয়া যায়।
সাধারণ আসন | ৪২৩০ |
মুক্তিযোদ্ধা কোটা (২%) | ৮৭ |
উপজাতি (৩ পার্বত্য জেলায় ৩ জন করে) | ৯ |
অ-উপজাতি ((৩ পার্বত্য জেলায়) | ৩ |
উপজাতি (অন্যান্য জেলা) | ৮ |
রাঙ্গামাটি মেডিকেল কলেজের জন্য উপজাতি কোটা | ১৩ |
মোট MBBS আসন | ৪৩৫০ |
ক্র: নং | কলেজ | প্রতিষ্ঠা | আসন |
---|---|---|---|
০১ | ঢাকা মেডিকেল কলেজ | ১৯৪৬ | ২৩০ |
০২ | স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ | ১৯৭২ | ২৩০ |
০৩ | শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ | ২০০৬ | ২০০ |
০৪ | ময়মনসিংহ মেডিকেল কলেজ | ১৯৬২ | ২৩০ |
০৫ | চট্টগ্রাম মেডিকেল কলেজ | ১৯৫৭ | ২৩০ |
০৬ | রাজশাহী মেডিকেল কলেজ | ১৯৫৮ | ২৩০ |
০৭ | সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ | ১৯৬২ | ২৩০ |
০৮ | শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল | ১৯৬৮ | ২৩০ |
০৯ | রংপুর মেডিকেল কলেজ | ১৯৭০ | ২৩০ |
১০ | কুমিল্লা মেডিকেল কলেজ | ১৯৭৯ | ১৮০ |
১১ | খুলনা মেডিকেল কলেজ | ১৯৯২ | ১৮০ |
১২ | শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া | ১৯৯২ | ১৮০ |
১৩ | ফরিদপুর মেডিকেল কলেজ | ১৯৯২ | ১৮০ |
১৪ | এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর | ১৯৯২ | ১৮০ |
১৫ | পাবনা মেডিকেল কলেজ | ২০০৮ | ৭০ |
১৬ | আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালি | ২০০৮ | ৭০ |
১৭ | কক্সবাজার মেডিকেল কলেজ | ২০০৮ | ৭০ |
১৮ | যশোর মেডিকেল কলেজ | ২০১০ | ৭০ |
১৯ | সাতক্ষীরা মেডিকেল কলেজ | ২০১১ | ৬৫ |
২০ | শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ | ২০১১ | ৬৫ |
২১ | কুষ্টিয়া মেডিকেল কলেজ | ২০১১ | ৬৫ |
২২ | শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ | ২০১১ | ৬৫ |
২৩ | শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুর | ২০১৩ | ৭২ |
২৪ | শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল | ২০১৪ | ৬৫ |
২৫ | শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর | ২০১৪ | ৬৫ |
২৬ | কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ | ২০১৪ | ৭৫ |
২৭ | শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ | ২০১৪ | ৬৫ |
২৮ | পটুয়াখালী মেডিকেল কলেজ | ২০১৪ | ৫১ |
২৯ | রাঙ্গামাটি মেডিকেল কলেজ | ২০১৪ | ৫১ |
৩০ | মুগদা মেডিকেল কলেজ, ঢাকা | ২০১৫ | ৭৫ |
৩১ | শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ | ২০১৮ | ৫১ |
৩২ | নেত্রকোনা মেডিকেল কলেজ | ২০১৮ | ৫০ |
৩৩ | নীলফামারী মেডিকেল কলেজ | ২০১৮ | ৫০ |
৩৪ | নওগাঁ মেডিকেল কলেজ | ২০১৮ | ৫০ |
৩৫ | মাগুরা মেডিকেল কলেজ | ২০১৮ | ৫০ |
৩৬ | চাঁদপুর মেডিকেল কলেজ | ২০১৮ | ৫০ |
৩৭ | বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ | ২০২১ | ৫০ |
ক্র: নং | কলেজ | প্রতিষ্ঠা | আসন |
---|---|---|---|
০১ | আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ | 1999 | 5 |
০২ | আর্মি মেডিকেল কলেজ, বগুড়া | 2014 | 50 |
০৩ | আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম | 2014 | 50 |
০৪ | আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লাহ | 2014 | 50 |
০৫ | আর্মি মেডিকেল কলেজ, যশোর | 2014 | 50 |
০৬ | আর্মি মেডিকেল কলেজ, রংপুর | 2014 | 50 |
সেশন | ভর্তি পরীক্ষার তারিখ ও বার | জাতীয় মেধায় ১ম স্থান অধিকারীর স্কোর | DMC’র সর্বনিম্ন স্কোর | সরকারি মেডিকেলে সর্বনিম্ন স্কোর |
---|---|---|---|---|
২০২২-২৩ | ১০ মার্চ, ২০২৩ , শুক্রবার | ২৯৪.২৫ | ২৬৬.৫ | |
২০২১-২২ | ১ এপ্রিল ২০২২ , শুক্রবার | ২৯২.৫০ | ২৮৪.০০ | ২৭২.৭৫ |
২০২০-২১ | ২ এপ্রিল ২০২১, শুক্রবার | ২৮৭.২৫ | ২৮০.০০ | ২৬৮.০০ |
২০১৯-২০ | ১১ অক্টোবর ২০১৯, শুক্রবার | ২৯০.৫০ | ২৭৮.২৫ | ২৬৭.৭৫ |
২০১৮-১৯ | ০৫ অক্টোবর, ২০১৮, শুক্রবার | ২৮৭ | ২৭৫ | ২৫৭ |
২০১৭-১৮ | ০৬ অক্টোবর, ২০১৭, শুক্রবার | ২৯০.৫ | ২৮২ | ২৭০.৭৫ |
২০১৬-১৭ | ০৭ অক্টোবর, ২০১৬, শুক্রবার | ২৮৫.৫ | ২৭৫.৭৫ | ২৬৪.২৫ |
২০১৫-১৬ | ১৮ সেপ্টেম্বর, ২০১৫, শুক্রবার | ১৯৪.৭৫ | ১৮৫.৫ | ১৭৫.২৫ |
২০১৪-১৫ | ২৪ অক্টোবর, ২০১৪, শুক্রবার | ১৮১.৫ | ১৬৯.৭৫ | ১৫৬.৫ |
২০১৩-১৪ | ০৪ অক্টোবর, ২০১৩, শুক্রবার | ১৯৬.৫ | ১৭৭ | ১৬৫ |
২০১২-১৩ | ২৩ নভেম্বর, ২০১২, শুক্রবার | ১৮৫.৫ | ১৭৪.৫ | ১৬১ |