Written Question

( ২টি প্রশ্নের উত্তর দিতে হবে)

প্রশ্নঃ ১। কচু গাছের পাতার কিনারায় ভোরবেলায় পানির উপস্থিতি দেখা যায়। ইহা এক ধরনের পত্ররন্ধ্রের কাজ। এরকম আরো এক ধরনের পত্ররন্ধ্র আছে যা পাতার উর্দ্ধ ও নিম্নত্বকে বিদ্যমান। 

ক) স্টোমাটা কি?

খ) লিমিটিং ফ্যাক্টর বলতে কি বুঝ?

গ) পত্ররন্ধ্রের গঠন চিত্রসহ বর্ণনা কর।

ঘ) উদ্ভিদের জৈবনিক কাজে রন্ধ্রদুটির গুরুত্ব বিশ্লেষণ কর।

প্রশ্নঃ ২। শিক্ষক শ্রেণিকক্ষে সবাত শ্বসন প্রক্রিয়ার ধাপ পড়ানোর সময় বলছিলেন যে, এর ৩টি ধাপের প্রথম ধাপটি সাইটোপ্লাজমে সংঘটিত হয়। পরের দুটি ধাপ মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়।

ক) গ্লাইকোলাইসিস কাকে বলে?

খ) C3 চক্র বলতে কি বুঝ? 

গ) উদ্দিপকে বর্ণিত প্রথম ধাপটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন কর।

ঘ) উদ্দিপকের বর্ণিত সবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ জারিত হয়ে উৎপন্ন ATP এর হিসাব বিশ্লেষণ কর। 

প্রশ্নঃ ৩।

ক) প্রস্বেদন কি? 

খ) হিল বিক্রিয়া বলতে কি বুঝ?

গ) উদ্দিপকের ‘A’  উপাদানটি উৎপাদনের পদ্ধতি বর্ণনা কর। 

ঘ) উদ্দিপকের প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ কর।

Scroll to Top