Advance Medical Admission Programme

এ্যাডভান্স কেনো করবো?

বাংলাদেশে ভর্তিযুদ্ধের সবচেয়ে বড়  পরীক্ষা বলে বিবেচিত মেডিকেল এ্যাডমিশন পরীক্ষা। প্রতিবছর প্রায় এক লক্ষ প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা সেরা ৩/৪ হাজার পরীক্ষার্থীকে।
এত বড় একটা পরীক্ষায় টিকে থাকতে এবং নিজের আসনটি নিশ্চিত করতে প্রয়োজন ব্যাপক প্রস্তুতি। প্রস্তুতিতে যে যত এগিয়ে, সাফল্যের দিকেও সে তত অগ্রগামী৷ আর এজন্য প্রয়োজন একাদশ শ্রেণিতে ভর্তির শুরু থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি  এ্যাডমিশন সমন্ধে খুব ভালো একটা ধারণা রাখা এবং সপ্তাহে দু একদিন এডমিশন প্রস্তুতিটাও দেখে নেওয়া। এতে সারাবছর ধরে একটু একটু করে পড়াশোনা করায় প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে।
এইচএসসি পরীক্ষার পর কী করবে না করবে ভেবে যখন দিশেহারা অনেক বন্ধু/সহপাঠী তখন তুমি অনেক অনেক এগিয়ে। তুমি নিজেই বলতে থাকবে ভাগ্যিস আমি প্রথম বর্ষ থেকেই পড়াগুলো গুছিয়ে নিয়েছিলাম।

তবে আর দেরি কেনো এখনি ভর্তি হয়ে যাও RETINA ADVANCE MEDICAL ADMISSION PROGRAMME এ।
স্বপ্নজয়ের দিকে এগিয়ে থাকো আরো এক পদক্ষেপ।

তোমাদের জন্য যা যা থাকছেঃ

১. প্রতিটি অধ্যায়কে ছোট ছোট অংশে ভাগ করে পর্যাপ্ত সংখ্যক ক্লাস।
২. প্রতি সপ্তাহে অনলাইনে সর্বোচ্চ দুইটি ক্লাস এবং Retina website এর মাধ্যমে পরীক্ষায় গ্রহণের সুব্যবস্থা। অফলাইন চালু হলে সপ্তাহে একদিন ক্লাস(শুক্রবার) এবং পরীক্ষার ব্যবস্থা।
৩. দ্রুততম সময়ের মধ্যে SMS এর মাধ্যমে রেজাল্ট পৌঁছানো ও সলভশিট প্রদান৷
৪. কনসেপ্ট ভিত্তিক ক্লাস। ক্লাসে ব্যাসিক গড়ার পাশাপাশি গল্প/ছন্দ/টেকনিকের সাহায্যে পড়া মনে রাখার উপায় শেখানো।
৫. মেডিকেল কলেজে পড়ুয়া একঝাঁক মেধাবী ও অভিজ্ঞ ভাইয়াদের ক্লাস করার সুযোগ।
৬. প্রথম বর্ষ থেকেই একাডেমিক প্রিপারেশনের পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতি চলতে থাকায় কাঙ্খিত স্বপ্নের দিকে কয়েকধাপ এগিয়ে থাকার সুযোগ।

অফলাইন কোর্স পরিক্রমা
বিষয় সংখ্যা
অফলাইন ক্লাস
৯৪ টি
অফলাইন ক্লাস টেস্ট
৯৪ টি
রিভিউ এক্সাম
২০ টি
পেপার ফাইনাল
০৮ টি
সাবজেক্ট ফাইনাল
০৪ টি

মডেল টেস্ট

১০ টি
Lecture Schedule 2021-22
Scroll to Top